রাজশাহী: রাজশাহী মহানগরীতে আগুনে দুইটি বাড়ি পুড়ে গেছে। এতে জলেনা বেগম (৩০) নামে এক গৃহবধূ দগ্ধ ও একজন আহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জলেনা চর শ্যামপুর এলাকার জিনারুলের স্ত্রী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জলেনা বেগম জানান, চরের কাশ ফুলের গাছ কেটে বাড়ির পাশে স্তূপ করে রাখা ছিলো। দুপুরে কে বা কারা তাতে আগুন ধরিয়ে দেন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তার ও প্রতিবেশী মনসুরের ঘরে লাগে। এতে দগ্ধ হন তিনি। খবর পেয়ে রাজশাহী সদর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের সময় ঘরের ফ্যান খুলতে গিয়ে ময়না (৪৫) নামে অপর এক নারী আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসএস/পিসি