হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ভারতীয় সিএনজিচালিত একটি অটোরিকশাসহ সেলিম মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত ১টায় ধর্মঘর-হরষপুর আঞ্চলিক সড়কে ধর্মঘর বিজিবি ক্যাম্প এ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।
সেলিম মিয়া মাধবপুর উপজেলার চক রাজেন্দ্রপুর গ্রামের মিরাজ মিয়ার ছেলে।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মঘর বিজিবি ক্যাম্পের সুবেদার আবু হানিফের নেতৃত্বে জোয়ানরা এ অভিযানে অংশ নেয়।
এ সময় তার কাছ থেকে ভারতীয় চোরাই অটোরিকশা ও অটোরিকশার যন্ত্রাংশ জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এটি