ঢাকা: শিশু সৌরভের দুই পায়ে গুলি করার মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন।
রোববার (১১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিনের আবেদন জানান এমপি লিটনের আইনজীবী আরিফুল ইসলাম।
গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)। শিশুটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
পরদিন আহত শিশু সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ইএস/এএসআর