ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

করতোয়ায় গোসল করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
করতোয়ায় গোসল করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিরা পাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।



নিহতেরা হলেন-উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর সাতবাড়ীয়া গ্রামের খোদা বক্সের ছেলে হাসু (৩০) ও তার ছেলে শাকিল (৭)।

স্থানীয়রা জানান, রোববার দুপুরের দিকে ছেলেসহ করতোয়া নদীতে গোসল করতে আসেন হাসু। এ সময় তার অলক্ষ্যে শাকিল একাই নদীতে নামলে স্রোতের টানে ডুবে যায়। ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলে নিখোঁজ হন হাসুও। দুপুর আড়াইটার দিকে উভয়ের ভাসমান মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।