বরগুনা: শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ-এ স্লোগানকে সামনে রেখে বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবীবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌর মেয়র শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ফারুক হোসেন প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন শারমিন আক্তার রিমা। সভা শেষে সৃজনী সংগীত একাডেমীর সুষ্মিতা সাহার উপস্থাপনায় সৃজনী সংগীত একাডেমীর সদস্যরা গান, কবিতা, নৃত্য ও নাটিকা পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএ