ঝিনাইদহ: ভূমি ও ভূমিকর সম্পর্কে সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সপ্তাহ।
এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ থেকে এক শোভাযাত্রা বের হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানোয়ার হোসেন মোল্লা ও মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন প্রমুখ।
আগামী ১৩ অক্টোবর বিকেল পর্যন্ত এ ভূমি সপ্তাহ চলবে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এটি