বরিশাল: ‘শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ’ স্লোগানে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে তিন দিনের কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।
বরিশাল জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে এবং ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স ও ওয়ার্ল্ড ভিশন বরিশালের সহযোগিতায় তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ও বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কাজী হোসনেয়ারা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, শিশু সাংবাদিক মীম রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসআর