বরিশাল: বর্ধিত ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বর্ধিত ভূমি খাজনা প্রত্যাহার সংগ্রাম কমিটি এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করে।
বক্তারা বলেন, গত ৩০ জুন ভূমি মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বর্ধিত ভূমি উন্নয়ন কর বা খাজনা বৃদ্ধির ঘোষণা দেয়। আগামী পহেলা জুলাই থেকে তা কার্যকর হবে। আগে যেখানে খাজনা ছিল ৭ টাকা, সেখানে এখন দিতে হবে ৫০ টাকা। খাজনার এই হার সর্বস্তরের ভূমি মালিকদের বড় ধরনের আর্থিক বোজা হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধন থেকে বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহার করে করে সহনীয় মাত্রায় ভূমি খাজনা ঘোষণা করার দাবি জানানো হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. নেছার উদ্দিন, সদস্য সচিব মো. ফারুক শিকদার, আরিফুর রহমান মিরাজ, মো. এসকান্দার আলী সিকদার, হারুন অর রশিদ মাহামুদ, মো. মাসুদ চৌধুরী, আকিউর রহমান লিমন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এটি