ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শিশু নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
শিশু নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠির পথকলি শিশু বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সাইদ হোসেনসহ (৮) দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার কমিশন জেলা শাখা।
 
বোরবার (১১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে মানবাধিকার কর্মী, আইনজীবী, পথকলি শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়।  
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ খান, অ্যাডভোকেট ফয়সাল খান, অ্যাডভোকেট কার্তিক দাস প্রমুখ।  
 
বক্তারা শিশু ছাত্র সাইদ হোসেনকে নির্যাতনকারী আলী হোসেন চৌকিদারসহ সাড়া দেশে শিশু নির্যাতনকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
 
শুক্রবার বিকেলে লুকোচুরি খেলার সময় চৌকিদার আলী হোসেনের বাড়ির ভিতরে ঢুকলে শিশু সাইদ হোসেনকে মারধর করেন তিনি। এক পর্যায়ে তার মারধরে শিশুটির একটি হাত ভেঙে যায়। বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন সে।
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।