ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে কন্যা শিশু দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
পিরোজপুরে কন্যা শিশু দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরে ব্যাপক উৎসাহ ও ‍উদ্দীপনায় জাতীয় কন্যা শিশু দিবস ২০১৫ পালিত হয়েছে।

‘শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ’ স্লোগানে পিরোজপুরে জেলা প্রশাসন, জেলা শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালিত হয়।


 
এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিশু ও অভিভাবকরা আলোচনা সভায় মিলিত হন।
 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মামুন অর রশিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হক, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম।

শিশুদের মধ্যে বক্তব্য রাখে, নাবিল খান, অলক মিস্ত্রী ও শেখ সাদী আল শাহরিয়ার।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।