ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

স্পিকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধির সাক্ষাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
স্পিকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধির সাক্ষাত

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এডোয়ার্ড বেগবিদার।

রোববার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষা‍ৎ অনুষ্ঠিত হয়।



সাক্ষাতকালে পুষ্টি, স্বাস্থ্য, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, প্রাথমিক শিক্ষার উন্নয়ন, বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন ইউনিসেফ প্রতিনিধি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পুষ্টি চাহিদা পূরণের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। বাংলাদেশের মা ও শিশু মৃত্যু হার কমেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু ও মাতৃ পুষ্টি নিয়ে কাজ করছে। ‍

সংসদ সদস্যদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি সংক্রান্ত সচেতনতা সৃষ্টি কার্যক্রম চলমান রয়েছে বলেও ইউনিসেফ প্রতিনিধিকে জানান তিনি।  

ইউনিসেফ’র এডোয়ার্ড বেগবিদার বাংলাদেশের এসব সফলতায় সরকারের ভূয়সী প্রশংসা করেন।

একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে ভর্তি ও উপস্থিতি বাড়ানোর পরামর্শ দেন তিনি।  

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ লুইস ভনো উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।