লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় উমর আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, সকালে উপজেলার কামারপাড়া এলাকায় চাপারহাট-দলগ্রামের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন তিনি।
নিহত উমর আলী কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।
দলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাইজুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন উমর আলী। এ সময় কাকিনাগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এমজেড