রংপুর: রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিককে গুলি করে হত্যার ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টার পর পুলিশ গুলির খোসাটি উদ্ধার করে।
তবে জায়গাটি এখনো ঘিরে রেখেছে পুলিশ। ওই স্থান দিয়ে সাধারণ মানুষের চলাচল বন্ধ রয়েছে।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুর রাজ্জাক।
এরআগে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জাপান দূতাবাসের ৩ সদস্যের একটি প্রতিনিধিদল।
এদিকে, এ ঘটনায় শুক্রবার রাতে পাবনা থেকে আটক সুইট ও রংপুরের খ্যাড়বাড়ি থেকে আটক জীবনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ৩ অক্টোবর বেলা পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসে কোনিও।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসআর
** জাপানি প্রতিনিধি দলের সঙ্গে রংপুর জেলা প্রশাসকের মতবিনিময়
** জাপানি নাগরিক হত্যার ঘটনায় তদন্ত কমিটির বৈঠক
** জাপানি নাগরিক কোনিওর দাফন বিষয়ে সিদ্ধান্ত হয়নি
** জাপানি নাগরিক হোসে কোনিওর দাফন দুপুরে
** জাপানি নাগরিক হোশি কোনিওর দাফন রংপুরে
** বিএনপি নেতাসহ ২ জনের ১০ দিনের রিমান্ড
** কাউনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক নিহত
** জাপানি নাগরিক হত্যায় সুষ্ঠু তদন্ত চায় দূতাবাস
** জাপানি নাগরিক হত্যার ঘটনায় আটক ৪
** জাপানি নাগরিক হত্যায় তদন্ত কমিটি গঠন
** জাপানি নাগরিক হত্যার ঘটনায় মামলা