ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে জাতীয় শিশু অধিকার সপ্তাহের র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
গোপালগঞ্জে জাতীয় শিশু অধিকার সপ্তাহের র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জে এক বর্ণাঢ্য র‌্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে ‘শিশু গড়বে সোনার দেশ, যদি পায় সে পরিবেশ’ এই স্লোগান নিয়ে জেলা শিশু একাডেমির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।



র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।