ঢাকা: প্রবীণ রাজনীতিবিদ কমরেড নুরুল হক মেহেদীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১১ অক্টোবর) এক শোকবার্তায় মন্ত্রী এ প্রবীণ রাজনীতিবিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গণতান্ত্রিক কর্মী শিবিরের সভাপতি ও গরিবি হটাও আন্দোলনের প্রতিষ্ঠাতা কমরেড মেহেদী রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসকেএস/এএসআর