ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই। সদরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটলে রোববার (১১ অক্টোবর) নিহতের বাবা বাদী সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মাতুব্বর খাঁ’র (৪৫) সঙ্গে তার বড় ছেলে নজরুল খাঁর (২৪) অটোরিক্সা কেনা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব হয়। রাত সাড়ে ৯টার দিকে বাপ-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই সময় বাবাকে মারতে দেখে ছোট ছেলে নাইম খাঁ (১৮) এগিয়ে এসে বড় ভাই নজরুলকে বাধা দেয়। এক পর্যায়ে নজরুল ছোট ভাই নাইমের পেটে চাকু দিয়ে আঘাত করে। এর ফলে নাইম গুরুতর আহত হয়। নাইমকে মুমুর্ষ অবস্থায় সদরপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী ওই সময় বড়ভাই নজরুলকে আটক করে পুলিশে দেয় । রোববার সকালে নিহতের বাবা বাদী হয়ে নজরুলের বিরুদ্ধে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
বিএস