ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সহচর আবদুর রহিমকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
বঙ্গবন্ধুর সহচর আবদুর রহিমকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী এম. আবদুর রহিম

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এম. আবদুর রহিমকে দেখতে ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
রোববার (১১ অক্টোবর) সকালে সেখানে কিছুক্ষণ অবস্থান করে মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোনের জোনাল চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য  আবদুর রহিমের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন স্বাস্থ্যমন্ত্রী।

রোগীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তব্যরত চিকিৎসককে নির্দেশ দেন তিনি।
 
আবদুর রহিমের পুত্র বিচারপতি এনায়েতুর রহিম, আরেক পুত্র জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বিসহ অন্যান্য স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন।
 
প্রবীণ নেতা আবদুর রহিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগ, স্মৃতিবিভ্রমসহ বাধ্যর্কজনিত বিভিন্ন রোগে ভুগছেন। গত ৫ অক্টোবর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে লে. ক. (অব.) ডা. রিয়াজুল করিম খানের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অফিসার পরীক্ষিৎ চৌধুরীর পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এম. আব্দুর রহিম ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর দিনাজপুর আঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে অক্লান্ত পরিশ্রম করেন। তিনি স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতাত্তোর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ছিলেন তখন আব্দুর রহিম সহ সভাপতির দায়িত্ব পালন করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
 
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসকেএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।