ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

অস্ট্রেলিয়া থেকে বাণিজ্যিক কাউন্সিলরকে ফেরত আনা হচ্ছে

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
অস্ট্রেলিয়া থেকে বাণিজ্যিক কাউন্সিলরকে ফেরত আনা হচ্ছে

ঢাকা: অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সিলর ড. নাসিম আহমেদকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিগগিরই পরিবারসহ তাকে দেশে ফেরত আসার নির্দেশ দিয়ে চিঠিও পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্যানবেরা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, পারিবারিক কলহকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার সূত্র ধরেই ড. নাসিমকে দেশে ফেরত আনা হচ্ছে। তিনি মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তার পারিবারিক কলহের জের হাইকমিশনের পরিবেশে ব্যাঘাত সৃষ্টি করছিলো। এমনকি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তিও সঙ্কটের মুখে এনে দিয়েছে এ বাণিজ্যিক কাউন্সিলরের পারিবারিক বিবাদ।

এর সত্যতা নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ইতোমধ্যে তাকে পরিবারের সব সদস্যসহ দেশে ফেরত আসার জন্য অফিস নির্দেশ ইস্যু করা হয়েছে। এ নির্দেশের মাধ্যমে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জেনেছেন। দেশে ফেরত এসে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
জেপি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।