সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে বসতবাড়ির জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় এমদাদুল হক (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের পশ্চিমপাড়া গ্রামের মৃত কাইলঠা মামুদের ছেলে এমদাদুল হক (৩৪)।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এমদাদুল হক তার নিজ বসতভিটায় ঘর নির্মাণের সময় এক প্রতিবেশী বাধা দিলে এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি।
প্রথমে আহত ইমদাদুলকে সৈয়দপুর একশ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে বলে সৈয়দপুর থানা পুলিশ সূত্রে জানা যায়।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
টিআই