ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ঘুষখোর শহীদুলকে সরালেও কেউ দায়িত্ব পাননি

আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে বিপাকে ব্যবসায়ীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে বিপাকে ব্যবসায়ীরা

ঢাকা: ঘুষের অভিযোগে প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের (সিসিআইই) নিয়ন্ত্রক মো. শহিদুল হককে সরিয়ে দেওয়ার পর চার দিন ধরে ফাঁকা পড়ে আছে পদটি। ফলে সৃষ্টি হয়েছে আমদানি রপ্তানিতে বড় জট।

ভোগান্তিতে পড়েছেন শতশত আমদানি-রপ্তানিকারক।   

গত ১১ অক্টোবর শহিদুল হককে পদ থেকে সরিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এর আগে গত ৯ অক্টোবর একটি সংবাদমাধ্যমে শহিদুল হকের ঘুষ নেওয়ার ওপর রিপোর্ট প্রকাশিত হয়।

পরে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া সংক্রান্ত আদেশ জারি করে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান প্রধান আমদানি-রপ্তানি কার্যালয় (সিসিআইই) ঢাকার নিয়ন্ত্রক ছিলেন তিনি।

বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করতে গেলে সিসিআইই থেকে আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) এবং বিদেশে কোনো কিছু রপ্তানি করতে হলে একই দপ্তর থেকে রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি) নিতে হয়।

এই দুই সনদের ক্ষেত্রেই শহীদুল হক অতিরিক্ত ঘুষ নিতেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। আমদানি-রপ্তানির ক্ষেত্রে পুরো ঘুষ-বাণিজ্যেরই নেতৃত্ব দিতেন তিনি।

তবে চার দিনেও অন্য কোনও কর্মকর্তাকে সংশ্লিষ্ট বিভাগে দায়িত্ব না দেওয়ায় এখন বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময় ১১২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।