ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

হিলিতে ৫০ হাজার পিস প্রভিট ট্যাবলেট উদ্ধার

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
হিলিতে ৫০ হাজার পিস প্রভিট ট্যাবলেট উদ্ধার

হিলি (দিনাজপুর): হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় আমদানি নিষিদ্ধ ৫০ হাজার পিস প্রভিট ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ফকিরপাড়া এলাকার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আতাহার আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি প্লাস্টিকের বস্তাবন্দি আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫০ হাজার পিস প্রভিট ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

এসব ট্যাবলেট হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানান সুবেদার আতাহার আলী।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।