রাজশাহী: রাজশাহীতে ১১০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৫।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজশাহী র্যাব-৫’র রেলওয়ে কলোনি ক্যাম্পের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোল্লাপাড়া গ্রামের সেন্টু রহমানের ছেলে আব্দুল্লাহ শুকলাল (২৬), একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে সেন্টু (৫০) ও একই উপজেলার মহরাপুর গ্রামের আব্দুর নূরের ছেলে হোসেন আলী (২০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই তিন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে রাজশাহী অঞ্চলের বিভিন্ন মাদক স্পটে হেরোইন বিক্রয় করে আসছিল। এমন সংবাদে র্যাবের সাদা পোশাকের একটি গোয়েন্দা দল তাদের ওপর নজর রাখছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে মহানগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায়।
এ সময় ১১০ গ্রাম হোরোইনসহ তাদের আটক করে র্যাব-৫ সদস্যরা।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএস/জেডএস