ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে সোহরাব হোসেন (৪৫) নামে এক মাদকসেবীর ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।
সোহরাব হোসেন ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের আলতাব আলীর ছেলে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোহরাব হোসেন ধুনট-সোনাহাটা রাস্তার নলডাঙ্গা মোড় এলাকায় বসে গাঁজা সেবন করছিলেন। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ওই দণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
টিআই