জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ৪০ বোতল ভারতীয় মদসহ মোস্তুফা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের বান্দরকোন গ্রাম থেকে তাকে আটক করা হয়।
তিনি বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের লাউচপাড়া গ্রামের হামল মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পাহাড়ি এলাকা বান্দরকোনায় আগে থেকে ওত পেতে থাকে। এ সময় মোটরসাইকেলে করে ওই যুবক সেখানে এলে তার গতিরোধ করা হয়। পরে তার মোটরসাইকেল থেকে ৪০ বোতাল ভারতীয় মদ (অফিসার চয়েজ) উদ্ধার করা হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএ