ঢাকা: খাদ্য অধিকার আইন ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে মানব্বন্ধনের আয়োজন করে কর্মজীবী নারী, স্যাপ বাংলাদেশ, কেন্দ্রীয় কৃষক মৈত্রী, স্বাধীন কৃষক সংগঠন সহ আরও ১৩টি সংগঠন।
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুসারে বর্তমানে বিশ্বের ৯২ দশমিক ৫ কোটি মানুষ পর্যাপ্ত খাদ্যাভাবে আছে বলে মানব্বন্ধনে জানান বক্তারা।
বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচক ২০১৫ অনুসারে বিশ্বের ১০৯টি দেশের মধ্যে খাদ্য নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৮৯তম। এছাড়া দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২২টি দেশের মধ্যে ২১তম বলে জানান বক্তারা।
মানব্বন্ধনে খানি'র সভাপতি মিহির বিশ্বাস বলেন, খাদ্য অধিকার নিশ্চিতে আইন না থাকায় ক্ষুধা ও দারিদ্র্য পীড়িত মানুষ আবেদন করার কোনো স্থান পায় না।
তিনি বলেন, ইতোমধ্যে ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়াসহ আরও অনেক দেশে খাদ্য অধিকার আইন রয়েছে।
এতে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য শিরিন আক্তারসহ বিভিন্ন জেলার কৃষক ও নারী প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এফবি/বিএস