যশোর: যশোরের চৌগাছা উপজেলায় এক মুক্তিযোদ্ধার বসতভিটা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ যশোর জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব যশোরের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এ.এইচ.এম মুযহারুল ইসলাম মন্টু বলেন, চৌগাছা উপজেলার গয়ড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত নিরাপদ মণ্ডলের ২১ শতক জমি দখল করেছে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী খলিলুর রহমান ওরফে খলিল। ওই মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাঙচুর করে রাতারাতি সেখানে টিনের ঘর গড়ে তোলা হয়েছে।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা মৃত নিরাপদ মণ্ডলের ছেলে নিমাই মণ্ডল বসতভিটা উদ্ধারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ একাধিক দপ্তরে অভিযোগ করেন। তবুও এ ঘটনার কোনো সুরাহা না হওয়ায় অসহায় হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারটি। ফলে অতিদ্রুত দখলকৃত জমি উদ্ধারের জন্য যশোর-২ আসনের সংসদ সদস্য, যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএ