ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় জোড়া খুন মামলায় দুই আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
খুলনায় জোড়া খুন মামলায় দুই আসামি গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: আলোচিত এক্সিম ব্যাংকের খুলনা শাখার ক্যাশ অফিসার পারভীন সুলতানা ও তার বাবা ইলিয়াস হোসেন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

গ্রেফতাররা হলেন- নগরীর লবণচরার বুড়ো মৌলভীর দরগাহ এলাকার শেখ আব্দুল জলিলের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে পিটিল ও মো. অহিদুল ইসলামের ছেলে মো. আবু সাঈদ হোসেন।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে ৠাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোকবুল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দুপুর ১২টায় নগরীর লবণচরায় র‌্যাব-৬ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক) খোন্দকার রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, র‌্যাব-৬’র একটি আভিযানিক দল মাগুরা জেলার সদর থানাধীন ভাইনার মোড় বাসস্ট্যান্ড থেকে খুলনার জোড়া খুনের মামলার (মামলা নং-০৫ ) আসামি মো. সাইফুল ইসলাম ওরফে পিটিল ও মো. আবু সাঈদ হোসেনকে গ্রেফতার করে।

১৯ সেপ্টেম্বর লবণচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগাহ পাড়ায় চাঞ্চল্যকর এ জোড়া খুন ও গণধর্ষণের ঘটনা ঘটে। আসামিদের অবস্থানের গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তারা হত্যা মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা। গ্রেফতারদের লবণচরা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাব-৬’র মেজর হুসাইন রইসুল আজম মনি এসি (উপ-অধিনায়ক), অতিরিক্ত পুলিশ সুপার মো. মোকবুল হোসেন (কোম্পানি কমান্ডার স্পেশাল কোম্পানি ও অপস্ অফিসার)  ও সিনিয়র এএসপি মো. হারুন অর রশিদ (অ্যাডজুটেন্ট)।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।