ঢাকা: ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনায় যে তিনজন অংশ নিয়েছিলো তাদের ঘিরেই তদন্ত কাজ এগোচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার সাড়ে ১২টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান তিনি।
মনিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং ওই তিনজনকে গ্রেফতার করার পর এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনার তদন্ত কার্যক্রমের অনেকটা অগ্রগতি হয়েছে। খুব শিগরিগই ঘটনার মূল জট খুলতে সক্ষম হবে পুলিশ।
যে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে কিনা- এ প্রশ্নে কোনো মন্তব্য করেননি মনিরুল ইসলাম।
তবে তিনি বলেন, কারও রাজনৈতিক পরিচয় খুঁজছি না, তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করেই তদন্ত চলছে। আর এ হত্যাকাণ্ড ঘিরে পুলিশের একাধিক টিমও মাঠে তৎপর।
২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসজেএ/এসএ