ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসের র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
গোপালগঞ্জে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসের র‌্যালি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।



দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব আলী খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সমীর মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।