সিলেট: সিলেটের বালাগঞ্জ উপজেলার খাঁপুর গ্রামে ঝুলন্ত অবস্থায় সাহেদ (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পরিবারের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়ন কক্ষে সাহেদের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সাহেদ মিয়া উপজেলার খাঁপুর গ্রামের ওদুদ মিয়ার ছেলে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এএএন/বিএস