নড়াইল: নড়াইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল্লাহ কাউসারসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে নড়াইল-নওয়াপাড়া সড়কের গোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলার তদন্তের জন্য যশোরের এএসপি শহিদুল্লাহ কাউসারসহ কয়েকজন পুলিশ একটি পিকআপভ্যানে করে অভয়নগর থানায় যাচ্ছিলেন। পথে নড়াইল-নওয়াপাড়া সড়কের গোবরা এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস পিকআপভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নড়াইল সদরের ট্রাফিক পুলিশের এটিএসআই সাগর রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান এ ঘটনায় বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএ