লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে নুরুল আলম নুরু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর শহরের বাঞ্ছানগর ভূঁইয়া বাড়ির মসজিদের পেছনের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া স্থানীয়দের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, নুরু দীর্ঘদিন ধরে মৃগি রোগে ভুগছিলেন। সকালে বাড়ির পাশে একটি সুপারি বাগানে সুপারি কুড়াতে গিয়ে মৃগি আক্রান্ত হয়ে একটি ডোবায় পড়ে যান নুরু। এতে পানিতে ডুবে মারা যায় তিনি।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএ