বগুড়া: বগুড়ায় খাদ্যের অধিকার আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) ও অ্যাকশন এইড এই কমসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- খানি’র সদস্য ও পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী শেখ মো. আবু হাসানাত, কমিউনিটি ডেভলোপমেন্ট লাইব্রেরি সোসাইটির প্রধান নির্বাহী আব্দুল খালেক, সুজন’র বগুড়ার প্রতিনিধি কাজী ফারুক, ওয়ার্ল্ড ভিশনের দুর্যোগ প্রতিনিধি ডা. শাকিল আহমেদ, স্বপ্ন’র নির্বাহী পরিচালক জিয়াউর রহমান প্রমুখ।
বক্তরা বলেন, মানুষের প্রাথমিক ও প্রধান অধিকার খাদ্য। আর খাদ্যের এই অধিকার পূরণ না হলে মানুষের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে। তাই মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার পূর্বশর্তই হচ্ছে তার খাদ্যের অধিকার পূরণ করা। এ জন্য দেশে আইনী কাঠামো গড়ে তুলতে হবে। যেখানে সব মানুষের খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি, বাস্তবায়ন কৌশল এবং সমন্বিত কৃষি খাদ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির দিক নির্দেশনা থাকবে।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এমবিএইচ/বিএস