সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার দরগাপাড়া মহল্লা থেকে ৩২০০ পিস ইয়াবাসহ তিন ভাইকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ভাইয়েরা হলেন- উপজেলার পৌর এলাকার দরগাপাড়া মহল্লার গোলাম আজমের ছেলে টিপু সুলতান (৩০), নাছিম (৩৫) ও নাজমুল (৪০)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মহল্লার গোলাম আজমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের বসতঘর থেকে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গোলাম আজমের তিন ছেলেকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএ