সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় দ্রুতগামী একটি বাস একটি ট্যাক্সিক্যাবকে চাপা দেওয়ায় ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আশুলিয়ার মরাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন, ট্যাক্সিক্যাবের যাত্রী আব্দুল মজিদ আকন্দ (৬০) ও এর চালক সুমন (৩৮)। আব্দুল মজিদ আকন্দের বাড়ি গাজীপুরের তারগাছ এলাকায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানিয়েছেন, দ্রুতগামী বাসটি ট্যাক্সিক্যাবকে চাপা দিয়ে পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আরএইচ