ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে নদীতে ডুবে মারা গেছে মোঃ রাব্বি মোল্লা নামের ছয় বছরের এক শিশু।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের রহমান প্রামাণিকের ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাব্বি অন্য তিন শিশুর সঙ্গে বাড়ির সামনে ভূবনেশ্বর নদের শাখা নদীর পাড়ে খেলছিল। এক পর্যায়ে তারা সবাই পানিতে নামে। অন্য শিশুরা পানি থেকে উঠে এলেও রাব্বি তলিয়ে যায়।
গাজীরটেক ইউপির এক নম্বর ওয়ার্ডের মেম্বার শহীদুল ইসলাম জানান, দুপুর একটার দিকে এলাকাবাসী শিশুটিকে নদী থেকে উদ্ধার করে পাশের চর হাজীগঞ্জ বাজারের জামিল ফার্মেসিতে নেন। ওই ফার্মেসির চিকিৎসক মুক্তা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এএসআর