ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চরভদ্রাসনে নদীতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
চরভদ্রাসনে নদীতে ডুবে শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে নদীতে ডুবে মারা গেছে মোঃ রাব্বি মোল্লা নামের ছয় বছরের এক শিশু।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের রহমান প্রামাণিকের ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

রাব্বি মোল্লা ওই গ্রামের শাহীন মোল্লার ছেলে।

জানা গেছে, রাব্বি অন্য তিন শিশুর সঙ্গে বাড়ির সামনে ভূবনেশ্বর নদের শাখা নদীর পাড়ে খেলছিল। এক পর্যায়ে তারা সবাই পানিতে নামে। অন্য শিশুরা পানি থেকে উঠে এলেও রাব্বি তলিয়ে যায়।

গাজীরটেক ইউপির এক নম্বর ওয়ার্ডের মেম্বার শহীদুল ইসলাম জানান, দুপুর একটার দিকে এলাকাবাসী শিশুটিকে নদী থেকে উদ্ধার করে পাশের চর হাজীগঞ্জ বাজারের জামিল ফার্মেসিতে নেন। ওই ফার্মেসির চিকিৎসক মুক্তা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।