সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সোলার স্ট্রিট লাইট (সড়ক বাতি) স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার শিয়ালকোলে এ প্রকল্পের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-পাবনা এলাকার সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৩৭ লাখ টাকা ব্যয়ে স্থানীয় শিয়ালকোল বাজার থেকে প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সরকারের বাড়ি পর্যন্ত ৫০টি স্ট্রিট লাইট (সড়ক বাতি) স্থাপন করা হয়েছে।
দিনে সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে এসব বাতি রাতভর জ্বলবে।
শিয়ালকোল বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন শেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আবু তাহের, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারমান শাহজামাল আকন্দ, ইউনিয়ন পরিষদ সদস্য শহিদুল আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টিআই