ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশ গড়ার কারিগর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশ গড়ার কারিগর ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দেশ গড়ার কারিগর অভিহিত করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে তাদের অগ্রণী ভূমিকা থাকবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



সারাদেশের জেলা পর্যায়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যে দু’দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, দু’দিন ধরে ইঞ্জিনিয়ারদের যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তা দেশের উন্নয়নে কাজে লাগাবেন তারা। এতে সমৃদ্ধ দেশ গড়ার সুযোগ আরও বাড়বে।

কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইতোমধ্যেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে। ভবিষ্যতে সরকার তাদের কাজের উন্নয়নের জন্য শুধু প্রশিক্ষণ নয়, অন্যান্য সুযোগ-সুবিধাও দেবে।

তিনি বলেন, বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এরপর মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। দেশের এ উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা থাকবে অগ্রণী।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তাদের অভিজ্ঞতা এবং দক্ষতা দেশের কাজে লাগানোর জন্য আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আহমেদ হামিদ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমএম/জেডএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।