মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর ধামারণ গ্রামে নারায়ণগঞ্জের সাজাপ্রাপ্ত আসামি দিপু শেখকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দুপুরে টঙ্গিবাড়ী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় গ্রামবাসী জানায়, সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী দিপু শেখ তার নিজ বাড়িতে বসে নাস্তা খাচ্ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যার পর বজ্রযোগনীয় ইউনিয়নের মামসার গ্রাম দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন হত্যার ঘটনা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সন্ত্রাসীরাই মুন্সীগঞ্জে টঙ্গিবাড়ীর ধামারনে এসে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএইচ