ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ফেলানী হত্যা মামলা বিষয়ে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
কুড়িগ্রামে ফেলানী হত্যা মামলা বিষয়ে সংবাদ সম্মেলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতা ও ফেলানী হত্যা মামলা বিষয়ে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
 
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ ও নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেহানা খানম বিউটি ও ফেলানীর বাবা নুর ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।

সংবাদ সম্মেলনে ভারত সরকারের কাছে মেয়ে হত্যার ন্যায়বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন ফেলানীর বাবা নুর ইসলাম।

অ্যাডভোকেট সালমা আলী জানান, বিএসএফের আদালতে ফেলানীর হত্যার ন্যায়বিচার না পেয়ে  ফেলানীর বাবা নুর ইসলাম ও সমিতির পক্ষে তিনি বাদী হয়ে নিরপেক্ষ বিচার এবং ক্ষতিপূরণ আদায়ে ভারতের আইন ও বিচার বিষয় মন্ত্রণালয় ও বিএসএফ মহাপরিচালকের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে রিট করেছেন। মামলাটি বিচারাধীন রয়েছে। তিনি ন্যায়বিচার পাবেন বলে আশা করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।