ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সংস্থার চেয়ারম্যানের নাটোর চিনিকল পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
সংস্থার চেয়ারম্যানের নাটোর চিনিকল পরিদর্শন

নাটোর: চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন নাটোর চিনিকল পরিদর্শন করেছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি এই পরিদর্শন করেন।



পরিদর্শন শেষে তিনি চিনিকলের মিলনায়তনে আখ চাষিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।

সভায় সংস্থার পরিচালক প্রকৌশলী শিবেন্দ্রনাথ সরকার, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল রফিক ও নাটোর চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা মতামত দেন।

জাতীয় স্বার্থে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহের জন্য আহ্বান জানান চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়োরম্যান এ কে এম দেলোয়ার হোসেন।

মতবিনিময় সভায় চিনিকল এলাকার চার শতাধিক আখচাষি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।