ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

দারফুরে শান্তি মিশনের ডেপুটি কমান্ডার হচ্ছেন বাংলাদেশি মাকসুদুর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
দারফুরে শান্তি মিশনের ডেপুটি কমান্ডার হচ্ছেন বাংলাদেশি মাকসুদুর মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান

ঢাকা: জাতিসংঘ শান্তিরক্ষার মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার পদে নিয়োজিত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান।

সুদানের গোলযোগপূর্ণ দারফুরে নিয়োজিত শান্তিরক্ষা মিশনে শিগগির তাকে এ পদে দায়িত্ব দিচ্ছে জাতিসংঘ।



শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধ ড. একে আবদুল মোমেন বলেন, এটা বাংলাদেশের জন্য বিরাট অর্জন। দীর্ঘদিন পর জাতিসংঘের উচ্চ পর্যায়ের কোনো পদে বাংলাদেশি নিয়োগ পেতে যাচ্ছে।

মেজর জেনারেল মাকসুদুর রহমান ২০১৩ সালের ১৯ নভেম্বর বিপসটের কমান্ড্যান্ট হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।

গত সেপ্টেম্বরেই ঢাকা সফরে এসে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি নিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি অতুল খারে। তিনি বলেছিলেন, ‘পলিসি এবং কমান্ডিং পর্যায়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়োগ দিতে জাতিসংঘ খুব আগ্রহী। ’ এ কারণে বাংলাদেশি শান্তিরক্ষীদের ইংরেজি ও ফরাসি ভাষা শিক্ষার ওপর জোর দেন অতুল খারে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
জেপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।