বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে ৫শ’ গ্রাম হেরোইন ও ৭০ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বেনাপোলের রেলস্টেশন বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বেনাপোল পৌরসভার দিঘীরপাড় গ্রামের আবু বক্করের স্ত্রী শাফিয়া বেগম (৩৫), ভবারবেড় গ্রামের দাউদের ছেলে ইসরাফিল (৪৮) ও দিঘীরপাড় গ্রামের নূর ইসলামের ছেলে আবুল।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টিআই