ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে হাত ধোয়া দিবস পালিত

স্টাফ তরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ফরিদপুরে হাত ধোয়া দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে ক্যাব ফরিদপুর জেলা কমিটি।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে র‌্যালি,  চিত্রাংকন প্রতিযোগিতা, হাত ধোয়া কার্যক্রম শেখানো ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রী ৠালি শেষে ‘হাত ধোও জীবন বাঁচাও’ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। পরে ক্যাব ফরিদপুর জেলা কমিটির সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজদ্দিন মাতুব্বরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম। এতে বক্তব্য রাখেন দৈনিক আজকের সারাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দীন মোল্লা, ক্যাব ফরিদপুর জেলা কমিটির সহ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, নির্বাহী সদস্য ও ফরিদপুর এক্সপ্রেস ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শহীদ হোসেন  মোল্লা প্রমুখ।

৪র্থ শ্রেণির ৩ জন ও ৫ম শ্রেণির ৩ জন মোট ৬ জন বিজয়ীসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।   এছাড়া হাতের পরিচর্যা ও সাবান দিয়ে হাত ধোয়ার  কার্যক্রম শেখানো হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।