ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কমলনগরে আনন্দ র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কমলনগরে আনন্দ র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে আনন্দ র‌্যালি করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় কমলনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হাজিরহাটে এ আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্থানীয় সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি ও কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক।

আরও উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, জেলা যুব লীগের আহ্বায়ক সৈয়দ আহাম্মদ পাটোয়ারী, ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন বাঘা, কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ, সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগর, প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত রাজু ও উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব প্রমুখ।

র‌্যালি শেষে হাজিরহাট উত্তর বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।