ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গ্যাস সংযোগ ঠিকাদার মালিক সমিতির নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
বগুড়ায় গ্যাস সংযোগ ঠিকাদার মালিক সমিতির নির্বাচন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলা গ্যাস সংযোগ ঠিকাদার মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শেষ হয়েছে।

নির্বাচনে আরিফুর রহমান আরিফ চেয়ার প্রতীক নিয়ে সভাপতি ও ইজিবাইক প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে আল আমিন নির্বাচিত হয়েছেন।

 
 
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের একটি অভিজাত মার্কেটে এ ভোটগ্রহণ চলে।

সমিতির মোট ৪৬ জন ভোটারের মধ্যে ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
 
আহ্বায়ক কমিটি এ নির্বাচনের আয়োজন করে। কমিটির আহ্বায়ক ছিলেন শাহজাহান আলী। আর সদস্যরা হলেন-জহুরুল ইসলাম বিকন, আলী আজাদ তালুকদার ও দীলিপ কুমার দাস সমর।
 
পরে বেলা ৩টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কাজের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা অ্যাডভোকেট রাম কুমার দাস ফলাফল ঘোষণা করেন। এসময় পুলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন রাহাত রিটু ও আবু মূসা সরকার।
 
নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মমিন তালুকদার ও শাকিল ইসলাম তনি সমান সমান ভোট পান। পরে আব্দুল মমিন তালুকদার সরে দাঁড়ালে প্রিজাইডিং কর্মকর্তা শাকিল ইসলাম তনিকে এ পদে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
 
অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম রফিক ও দফতর সম্পাদক পদে মতিউর রহমান বিজয়ী হন।
 
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।