লালমনিরহাট: লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহল থেকে ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ৯৭৯ জন নভেম্বরে ভারত যাবেন।
শনিবার (১৭ অক্টোবর) লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ডিসি-ডিএম পর্যায়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশের পক্ষে লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমানের নেতৃত্বে ১৪ সদস্যের ও ভারতের পক্ষে কুচবিহার জেলা শাসক পি উলগানাথনের নেতৃত্বে ১৭ সদস্য প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, সদ্যবিলুপ্ত ছিটমহলের বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এগুলো মধ্যে ভারতীয় নাগরিকত্ব গ্রহণে ইচ্ছুক ট্রাভেল পাসধারীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি, যাতায়াত ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ট্রাভেল পাসধারীরা আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ভারতে যেতে পারবেন।
এদিকে, ট্রাভেল পাসধারীদের গমনাগমন বিষয়ে আগামী ২৭, ২৮ ও ২৯ অক্টোবর আবারো ডিসি-ডিএম পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হবে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআর