ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ছোট্ট রাবেয়ার বাঁচার বড় আশা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ছোট্ট রাবেয়ার বাঁচার বড় আশা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কাজল-কালো চোখজোড়া, স্বাভাবিক চোখের পলক। খেলছে দু’হাত, নাড়াচ্ছে দু’পা।

ডাক দিলেও সাড়া দিচ্ছে, কেবল অলস পড়ে রয়েছে মাথাটি। অস্বাভাবিক আকৃতির মাথা নিয়ে অসস্তিতে একটি ছোট্ট শিশু।
 
নাম তার রাবেয়া, বয়স এখন দুই বছর দু’মাস। জন্মের মাত্র দু’মাস পর মাথায় বাসা বাঁধে দূরারোগ্য ব্যাথি। ধীরে ধীরে অস্বাভাবিক আকৃতিতে রূপ নেয় ছোট্ট রাবেয়ার মাথা। অন্তত দশ কেজি ওজনের বড় মাথার ভারে এখন শয্যাশায়ী কচি মুখ। ব্যথায় কেঁদে উঠছে ক্ষণে ক্ষণে।
 
লোকজন আসছেন, দেখছেন, মায়াবী চোখ-মুখ দেখে হাত খুলে সহায়তা করছেন, যে যার সাধ্য মতো। কিন্তু প্রয়োজন আরও।
 
চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন হলেই সুস্থ হয়ে উঠবে রাবেয়া। খরচ পড়বে মাত্র আড়াই থেকে তিন লাখ টাকা।
 
ছোট্ট রাবেয়া চিকিৎসার টাকা জোগাড় করতে মা-বাবা ও নানা হাজির হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সামনে। একটি ভ্যানের উপর শয্যাশায়ী রাবেয়া। মানুষের জটলা দেখলেই নানা সেখানে ভ্যান টানছেন, পিছনে ছুটছেন বাবা-মা। উদ্দেশ্য কিছু সাহায্য পাওয়া।
 
রাবেয়া বরগুনার এক নম্বর বদরখালি ইউনিয়নের আব্দুল হকের মেয়ে। আব্দুল হক বলেন, তার মেয়ের মাথায় পানি জমেছে। দিনে দিনে বড় হচ্ছে মাথা। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন অপরেশন করলেই সুস্থ হবে সে।
 
অপোরেশনের খরচ জোগাতে মেয়েকে নিয়ে এসেছেন ঢাকায়। প্রতিদিন আসছেন প্রেসক্লাবের সামনে। ছোট ছোট সাহায্যে বাঁচার বড় আশা নিয়ে আছেন ছোট্ট রাবেয়ার মা-বাবা।
 
মা হাফিজা বলেন, আড়াই কাঠা জমি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই, চিকিৎসার খরচ জোগাতে সব শেষ। তাই ঢাকায়, এখানে অনেক মানুষ। সবাই একটু করে সাহায্য করলেই মেয়েটা সেরে উঠবে, রাবেয়ার দিকে তাকিয়ে চোখ তখন ছলছল করছিল এই মায়ের।
 
বাবা আব্দুল হক দিন মজুর, এগারো বছরের আরেক ছেলে সেও কথা বলতে পারে না। আব্দুল হকের রোজগারে চলে এই চারজনের সংসার।
 
এখন একমাত্র ভরসা মানুষের ভালবাসা, সেই ভালবাসায় সুস্থ হয়ে উঠবে রাবেয়া--- এমনই স্বপ্ন দেখছেন ছোট্ট রাবেয়ার মা-বাবা আর নানা আবুল হোসেন।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৭,২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।