কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মেঘনার ভৈরব মোহনায় স্থানীয় গাঙ সমিতির আয়োজনে এবং পাওয়ার এ্যানার্জি ড্রিংকসের সহায়তায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান। নৌকা বাইচ দেখতে মেঘনা পাড়ে হাজার-হাজার জনতার ঢল নামে।
গাঙ সমিতির সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ জেলা প্রশাসক জি এস জাফর উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, প্রাণ বেভারেজ লিমিটেডের চিফ অপারেট অফিসার মো. আনিসুর রহমান, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক আবুল মনসুর প্রমুখ।
বক্তারা বলেন, আবহমান গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতি নৌকা বাইচ। এই প্রতিযোগিতার মাধ্যমে গ্রামীণ জীবনে মানুষের মধ্যে প্রাণ সঞ্চার হয়। শহুরে জীবনেও এর ইতিবাচক মাত্রা যোগ হয়েছে।
প্রতিযোগিতায় ২০টি দল অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ক্ষমতাপুর গ্রামের মো. উসলান উল্লাহর দল।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টিআই