বেনাপোল (যশোর): অনুপ্রবেশের অভিযোগে ভারতের বনগাঁ সীমান্তে আটক ২৫ বাংলাদেশি নারী-পুরুষকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করেন।
আটকদের পরিচয় জানা সম্ভব হয়নি। তারা নারায়ণগঞ্জ, বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন অঞ্চলে বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি জানায়, আটকরা বিভিন্ন সময় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যায়। শনিবার সন্ধ্যায় আবার দালালের মাধ্যমে সীমান্ত পথে ফেরার সময় ভারতের ২৪ পরগণা বনগাঁ সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে মানবিক কারণে তাদের ভারতীয় পুলিশের হাতে তুলে না দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জালাল উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হবে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআর